ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কর্মময় জীবনের দুর্লভ সব ছবি নিয়ে প্রকাশিত ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসব বুধবার (২৩ জুন) অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১১টায় বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মেচন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এছাড়া জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ গ্রন্থটি প্রকাশ করেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর সাফল্যময় জীবনের ২৪০ পৃষ্ঠার ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ বইটি সম্পাদনা করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পেয়ারুল হক হিমেল।
বইটিতে এরশাদের পারিবারিক, সৈনিক, রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক এবং জীবনাবসান সহ জীবনের বিভিন্ন ছবি স্থান পেয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর আগেই ২০১৮ সালে ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় সংস্করণে আরও কিছু দুর্লভ ছবি এবং পল্লীবন্ধুর অন্তিম জীবনের ছবি যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ২১, ২০২১
এসএমএকে/এমআরএ