ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নীলফামারী জেলা জাপার আহ্বায়ক কমিটি গঠন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২১
নীলফামারী জেলা জাপার আহ্বায়ক কমিটি গঠন  নীলফামারী জেলা জাপার আহ্বায়ক কমিটি গঠন 

নীলফামারী: নীলফামারী জেলা জাতীয় পার্টি (জাপা) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

শনিবার (৩ জুলাই) রাতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কমিটি অনুমোদন দেন।


 
এতে নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে আহ্বায়ক, নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেলকে যুগ্ম আহ্বায়ক এবং প্রাক্তন সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।  

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া সাজ্জাদ পারভেজ বলেন, ১১১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আপাতত তিন জনের নাম প্রকাশ করা হয়েছে। অন্যদের নামও দ্রুত প্রকাশ করা হবে।
  
তবে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব শাহজাহান আলী চৌধুরী বলেন, এটি অগণতান্ত্রিক পন্থায় করা হয়েছে। আমাদের আহ্বায়ক কমিটির মেয়াদ এক বছরেরও বেশি হয়েছে। আমরা সম্মেলন করতে পারিনি, সেখানে আহ্বায়ক কমিটি ভেঙে আরেকটি আহ্বায়ক কমিটি করা হলো। আমি পদত্যাগ করবো এবং বিভিন্ন পর্য়ায়ের নেতারাও এর বিরুদ্ধে অবস্থান নেবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।