ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ১০ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টায় জাপার কাকরাইল কার্যালয়ে সামনে এক স্মরণসভা শেষে এই খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এ সময় বাবলা ছাড়াও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এরপর জিএম কাদের ও বাবলা শ্যামপুর-কদমতলীর ধোলাইপাড় মোড়, মুরাদপুর, জুরাইন রেলগেট, জুরাইন বাজার, চৌরাস্তা মোড়, বিক্রমপুর প্লাজা, মুন্সিবাড়ী, মীর হাজিরবাগসহ ১৭টি স্পটে খাবার বিতরণ করেন। এসময় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, সমীর দে, মারুফ হাসান মাসুম, মো. রনি, লিটন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এসএমএকে/এএটি