লালমনিরহাট: করোনা উপসর্গ নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ওবায়দুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ওই ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে এদিন ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মৃত ইউপি সচিব ওবায়দুল হক লালমনিরহাট সদর উপজেলার হারাটি এলাকার বাসিন্দা।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, গত ০৬ জুলাই অসুস্থ হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন ওবায়দুল হক। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন রোববার ভোরে তার মৃত্যু হয়।
এসব তথ্য নিশ্চিত করে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বাংলানিউজকে জানান, লালমনিরহাট সদর হাসপাতালে থাকাকালীন তার শরীরে করোনা উপসর্গ ছিল।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এসআরএস