খাগড়াছড়ি: খাগড়াছড়ির জেলা সদরে অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে তাসের প্যাকেট, নগদ অর্থসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২৬ জুলাই) রাতে জেলা শহরের কলাবাগান এলাকায় স্থানীয় মনির খানের বাড়িতে এই অভিযান চালানো হয়।
মনির খান খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী, মো. এরফান উদ্দীন ও মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন- মো. হারুনুর রশিদ, আবদুল কাইয়ুম, জসিম উদ্দিন, কামরুল হোসেন, নাছির উদ্দীন, মফিজুল আলম, শাহদাত, খোরশেদ, মিঠুন কুমার দে, উথাইচিং মারমা, মামুন, মেহেদী হাসান, মোস্তফা কামাল, মনির আহমদ। সবাই জেলা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮৬৭ সালের জুয়া আইন এবং দণ্ডবিধির ২৬৯ ধারায় প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করার পাশাপাশি করে সতর্ক করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এডি/এএটি