ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

করোনায় মারা গেলেন পাংশা আ.লীগের সাধারণ সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, আগস্ট ৩, ২০২১
করোনায় মারা গেলেন পাংশা আ.লীগের সাধারণ সম্পাদক

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

 

তিনি কর্মময় জীবনে পাংশা সরকারী হাসপাতালের স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, বরিশাল জেলা  সিভিল সার্জন থাকা অবস্থায অবসর নেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  

তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে।  

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।