ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আত্রাইয়ে কলেজ শাখা ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
আত্রাইয়ে কলেজ শাখা ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবসহ চারজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে উপজেলার বেঁদেপল্লী থেকে ইয়াবা কেনাবেচার সময় তাদের আটক করা হয়। এরা হলেন-শান্ত হোসেন এবং বারেক ইসলাম।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার প্রধান আসামি সভাপতি রাকিবসহ চার আসামি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার করে আসছিলো। গতকাল রাতে মাদক বেচাকেনা করছে এমন সাংবাদের ভিত্তিতে উপজেলার খোলাপাড়া বেঁদেপল্লীর সামনে থেকে দুইজনকে আটক করা হয়। এসময় অন্য দুইজন পালিয়ে যায়।

ওসি আরও জানান, তাদের আটকের পর এসআই নূরুল হুদা বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করেন। পরে আটক দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।