ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
পিরোজপুরে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

পিরোজপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের ৩ নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।  

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমিন, যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার, সদস্য শান্ত ইসলাম সোভন।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু জানান, ইউনিয়ন নির্বাচনে নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ, নৌকা মার্কার প্রার্থী নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খানকে লাঞ্ছিত করার অভিযোগ ছিল অব্যাহতি প্রাপ্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এছাড়া তাদের বিরুদ্ধে ইভ টিজিংয়ের অভিযোগ ছিল।

জেলা ছাত্রলীগ কর্তৃক তদন্ত করে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গে তাদের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।