ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৬, সেপ্টেম্বর ২৯, ২০২১
অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার অস্ত্র-গুলিসহ গ্রেফতার জুনায়েদ আহম্মেদ সবুজ

সিরাজগঞ্জ: অস্ত্র-গুলিসহ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুনায়েদ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লার বাসিন্দা।  

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে জুনায়েদকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।