ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ি জেলা আ.লীগ নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
খাগড়াছড়ি জেলা আ.লীগ নেতার মৃত্যু বাহার মিয়া

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহার মিয়া মারা গেছেন।

সোমবার (০৪ অক্টোবর) রাত ১০টা ৩৫মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর। তিনি ১ ছেলে ও ৬ মেয়েসহ পরিবার, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাহার মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি)  কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরমেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

তারা আওয়ামীলীগের একজন ত্যাগী রাজনীতিবিদকে হারিয়েছেন জানিয়ে তার শূন্যতা পূরণ হওয়ার নয় বলে জানান। একইসঙ্গে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর পানছড়ি বাজার স্কুল মাঠে জানাজা শেষে পানছড়ি থানা মসজিদ সংলগ্ন কলোনিপাড়া কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।