ঢাকা: দুই অংশে বিভক্ত গণফোরামের একটি অংশ মোস্তফা মহসীন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের আয়োজন করেছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
শুক্রবার (৩ ডিসেম্বর) এই কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছিল গণফোরামের মূল অংশের সভাপতি ও দলটির প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে।
লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, আমি অসুস্থতার কারণে আপনাদের সামনে সশরীরে উপস্থিত হতে পারিনি। তবে আপনাদের এই জাতীয় কাউন্সিলের সমাবেশকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সফলতা কামনা করছি। আমি সব সময় ঐক্যের কথা বলেছি। আশা করি গণফোরামের সব নেতাকর্মী ও সমর্থকগণ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
এমএইচ/জেএইচটি