ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, বাসে আগুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্তমান ও সাবেক এমপির বিরোধের জেরে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

 

বিজয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মরুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিজয় দিবসের ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং নান্দাইলগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল শুরু হলেও যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে জেরে দুপুরের পর মরুরা বাজার এলাকায় একটি যাত্রীবাহী অনন্যা পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নেভায়।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।  

বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থিত আওয়ামী লীগের লোকজন ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থিত আওয়ামী লীগের লোকজন পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।