ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম হামলার শিকার হয়ে হাসপাতালে মো. কামাল হোসেন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. কামাল হোসেন (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে লক্ষ্মীপুরে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

 

এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে জেলা সদর উপজেলার শাকচর ইউনিয়নের পূর্ব শাকচর গ্রামে নিজ বসতঘরে হামলার শিকার হন তিনি।  

কামাল শাকচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।  

এ ব্যাপারে শাকচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে ১৫ ডিসেম্বর বিকেলে কামালের বাড়িতে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন দিনগত রাতে তার ঘরে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় তার ওপর এ হামলা বলে ধারণা করা হচ্ছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, হামলার সঙ্গে শাকচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান রাসেল (চশমা) জড়িত। এর আগেও রাসেল ও তার লোকজন নৌকার কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।  

চেয়ারম্যান প্রার্থী (নৌকা) মাহফুজুর রহমান মাস্টার বলেন, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন (নৌকা) ভোট করছেন। এ জন্যই হামলার শিকার হয়েছেন। হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্ত করে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।