ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে আ.লীগের ১৯ বিদ্রোহীকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
গোবিন্দগঞ্জে আ.লীগের ১৯ বিদ্রোহীকে অব্যাহতি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের ১৯ বিদ্রোহীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দলীয় প্রার্থীদের চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ওইসব বহিষ্কৃত নেতা ইউপি নির্বাচনে অংশ নিয়ে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২২ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে।

তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের কামদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, কাটাবাড়ি ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম রফিক, শাখাহার ইউনিয়নের সদস্য আবু সাঈদ মো. জাকারিয়া ও মোজাফ্ফর রহমান সরকার বিএসসি, রাজাহার ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক মো. তারিক রিফাত ও সদস্য মো. রেজাউল করিম, সাপমারা ইউনিয়নের সদস্য তোফাজ্জল হোসেন সরকার, দরবস্ত ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মণ্ডল ও সদস্য মো. আব্দুল হালিম, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান নজমু ও সদস্য কাজী মো. সামিউল ইসলাম, তালুককানুপুর ইউনিয়নে উপজেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুর রহমান খন্দকার, নাকাইহাট ইউনিয়নের সহ-সভাপতি মো. সাজু খন্দকার ও সদস্য আব্দুল কাদের প্রধান, শিবপুর ইউনিয়নে উপজেলা শাখার সাংগঠনিক মো. তৌহিদুল ইসলাম প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, শালমারা ইউনিয়নের সহ-সভাপতি মো. আইয়ুব আলী ও মো. রাসেল মোশারফ এবং কামারদ ইউনিয়নে উপজেলা শাখার সদস্য সৈয়দ শরিফুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।