ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাবেন না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাবেন না’

ময়মনসিংহ: ‘ভোট কেন্দ্রে যেতে চান। তাহলে নৌকায় ভোট দিতে যাবেন।

যদি নৌকায় ভোট না দেন তাহলে কেন্দ্রে যাবেন না। যারা হাটে বাজারে নৌকা প্রতীক নিয়ে মশকারি করেন। আমি সাবধান করে দিলাম। আপনারা ২৬ তারিখ ভোট দিতে কেন্দ্রে যাবেন না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজ চৌধুরী।  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ফেসবুক এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে ভোটারদের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায়।

এর আগে, গত (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর কলতাপাড়া প্রাইমারি স্কুলের মাঠে নৌকার প্রার্থী শহীদুল হক সরকারের পথসভায় এমন বক্তব্য দেন যুবলীগ নেতা আবদুল আজিজ চৌধুরী।

ওই পথসভায় আওয়ামী লীগের প্রার্থী শহীদুল হক সরকার ছাড়াও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
 
ভিডিওতে আব্দুল আজিজ চৌধুরীকে বলতে শোনা যায়, ‘ভোট কেন্দ্রে যেতে চান। তাহলে নৌকায় ভোট দিতে যাবেন। যারা হাটে বাজারে নৌকা প্রতীক নিয়ে মশকারি করেন, আমি সাবধান করে দিলাম। আপনারা ২৬ তারিখ ভোট দিতে কেন্দ্রে যাবেন না। আমরা কিন্তু শান্ত আছি। যদি ভোট কেন্দ্রে যেতেই হয়, তাহলে একমাত্র নৌকায় ভোট দিতেই যাবেন। না হলে কিন্তু পরিণতি হবে ভয়াবহ। এই বিজয়ের মাসে নৌকার নিশ্চিত করতে চাই করব। এটা ২৬ তারিখ বোঝা যাবে, নৌকার কী যন্ত্রণা, নৌকার কী জ্বালা। ’

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ প্রার্থী শহীদুল হক সরকারের নম্বরে একাধিকবার ফোন দিলেও তা ব্যস্ত পাওয়া যায়।  

অপরদিকে, যুবলীগ নেতা আবদুল আজিজ চৌধুরীর নম্বরেও ফোন দিলেও তিনি লাইন কেটে দেন।

পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, ‘ওই বক্তব্য দেওয়ার সময় উপস্থিত ছিলাম না। আমি পরে এসেছি। তবে আমরা এমন বক্তব্য সমর্থন করি না। বক্তব্যের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ’

ডৌহাখলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শহীদুল হক সরকার, স্বতন্ত্র প্রার্থী আবুল হাসিম ছাত্তার মণ্ডল মোটরসাইকেল প্রতীক এবং এমএ কাইয়ুম ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসম্বের ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।