ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জয়নাল হাজারীর মৃত্যু, আ. লীগের ৩ দিনের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, ডিসেম্বর ২৮, ২০২১
জয়নাল হাজারীর মৃত্যু, আ. লীগের ৩ দিনের শোক জয়নাল হাজারী

ফেনী: বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, বর্ষিয়াণ রাজনীতিবিদ  জয়নাল হাজারীর মৃত্যুতে তিনদিনের শোক পালন করবে জেলা আওয়ামী লীগ।  

ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এই কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ থেকে তিন দিনের (২৮,২৯ ও ৩০ ডিসেম্বর) শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।  

ফেনীর সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, প্রত্যেক পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই তার মৃত্যুতে শোকাহত।
 
সাংসদ জানান, আমাদের পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকেল সাড়ে ৪ টায় ফেনী পাইলট হাই স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। সাবেক সংসদ সদস্য হিসেবে ঢাকাতে সংসদ ভবনে একটি জানাযা হওয়ার কথা রয়েছে। ঢাকাতে জানাযা হলেও ফেনীতে যথা সময়ে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে জয়নাল হাজারীর কথা অনুযায়ী মুজিব উদ্যানে তার দাফন করা হবে বলে জানান তিনি।
 
দলমত নির্বিশেষে সকলকে জানাযায় অংশগ্রহণ করে জয়নাল হাজারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসএইচডি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।