ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
সিরাজগঞ্জে দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, কর্মী রেজাউল ও ইমন বাশার।

সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের নামে ৩০ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপি নেতাকর্মীদের  সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়।   কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জ্ঞাত-অজ্ঞাত প্রায় সাড়ে ৭শ’ বিএনপি নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।