ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, জানুয়ারি ৪, ২০২২
সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি অলি আহমদ

ঢাকা: রাষ্ট্রপতির সংলাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সংবাদ সম্মেলনটি আগামী ৫ জানুয়ারি (বুধবার) বেলা ১১টায় রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, মহাসচিব সাবেক মন্ত্রী ও পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদসহ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।