ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সেন্টুকে আহ্বায়ক করে জাপা মহানগর উত্তর কমিটি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
সেন্টুকে আহ্বায়ক করে জাপা মহানগর উত্তর কমিটি 

ঢাকা: মো. শফিকুল ইসলাম সেন্টুকে আহ্বায়ক ও মো. জাহাঙ্গীর আলম পাঠানকে সদস্য সচিব করে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (০৫ জানুয়ারি) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে বুধবার ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির পেশকৃত ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে অনুমোদন করেন।

১৬৪ বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে মহানগর উত্তরের আওতাধীন সব থানা কমিটির সম্মেলন সম্পন্ন করে জাতীয় পার্টি, ঢাকা মহানগর উত্তরের সম্মেলন করার শর্তে এই অনুমোদন করেছেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এসএমএকে/এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।