ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র ও খালেদার মুক্তিতে রাজপথে থাকবো: তৈমূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, জানুয়ারি ২০, ২০২২
গণতন্ত্র ও খালেদার মুক্তিতে রাজপথে থাকবো: তৈমূর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবো। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমী নেতা।

যার আদর্শ আমরা লালন করি, বুকে ধারণ করি। আমরা এখন গণতন্ত্র মুক্তির আন্দোলনে আছি, সে আন্দোলনে রাজপথে আমার ভূমিকা থাকবে আরও জোরালো।

বুধবার (১৯ জানুয়ারি) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় জেলা বিএনপি, মহানগর বিএনপি, জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, মহিলাদলসহ দলের বিভিন্ন পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমআরপি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।