ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জমির উদ্দিন ও খায়রুল কবির করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জানুয়ারি ২৪, ২০২২
জমির উদ্দিন ও খায়রুল কবির করোনায় আক্রান্ত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) তারা দুজনই করোনায় আক্রান্ত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দুজনই নিজ নিজ বাসায় অবস্থান করছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।