ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পদ হারালেন বাঘাইছড়ির ছাত্রলীগ ২ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
পদ হারালেন বাঘাইছড়ির ছাত্রলীগ ২ নেতা

রাঙামাটি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ হারালেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুই ছাত্রলীগ নেতা।  

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দে এবং যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



পদ হারানো দু’জন হলেন- বাঘাইছড়ির আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ এবং সহ-সভাপতি মণির হোসেন।

বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দে বলেন, নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীকালে নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রমের দায়ভার দল বহন করবে না।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।