ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ১৫ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, এপ্রিল ১২, ২০২২
কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ১৫ নেতাকর্মী কারাগারে

কুমিল্লা: কুমিল্লায় যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় তারা কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এ ১৫ নেতাকর্মীর মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিন রয়েছেন।  

এসব তথ্য নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী আ. হ. ম. তাইফুর রহমান বলেন, ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় তাদের কারাগারে পাঠানো হলো। মঙ্গলবার ছাত্রদল, যুবদল ও বিএনপির মোট ১৬ জন আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। তাদের মধ্যে ১৫ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আর একজনকে জামিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।