ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ-পৌর কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, এপ্রিল ২৭, ২০২২
সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ-পৌর কমিটি ঘোষণা

নীলফামারী: সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ ও পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে বুধবার (২৭ এপ্রিল) নতুন কমিটি ঘোষণা করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ।

 

জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২৭ এপ্রিল) ওই দু’টি কমিটির জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

এক বছর মেয়াদী সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনোনীত হন মমিন শাহরিয়ার টুটুল ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সজিব। পৌর শাখার সভাপতি মনোনীত হন মো. সিফাত সরকার ও শহীদুজ্জামান শুভ সাধারণ সম্পাদক হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করতে হবে।

বিজ্ঞপ্তি যৌথভাবে স্বাক্ষর করেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার। দীর্ঘদিন পরে হলেও নতুন করে ছাত্রলীগের কমিটি গঠনের তোড়জোর শুরু হওয়ায় দলের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।