ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাপার কো-চেয়ারম্যান ও অতিরিক্ত মহাসচিবদের যৌথসভা মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, মে ৮, ২০২২
জাপার কো-চেয়ারম্যান ও অতিরিক্ত মহাসচিবদের যৌথসভা মঙ্গলবার

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও অতিরিক্ত মহাসচিবদের এক যৌথসভা মঙ্গলবার (১০ মে) অনুষ্ঠিত হবে।

রোববার (০৮ মে) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও অতিরিক্ত মহাসচিববৃন্দের এক যৌথসভা রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। সভায় আরও উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
 
সভায় সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও অতিরিক্ত মহাসচিবদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।