ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মাগুরা জেলা আ.লীগের সভাপতি ফাত্তাহ্ , সম্পাদক পঙ্কজ কুণ্ডু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মে ১৪, ২০২২
মাগুরা জেলা আ.লীগের সভাপতি ফাত্তাহ্ , সম্পাদক পঙ্কজ কুণ্ডু আ ফ ম আব্দুল ফাত্তাহ্ (সভাপতি) ও পঙ্কজ কুণ্ডু (সাধারণ সম্পাদক)

মাগুরা: মাগুরা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগে যারা ছিলেন তারাই কমিটিতে আছেন।

এতে আ ফ ম আব্দুল ফাত্তাহ্ সভাপতি ও পঙ্কজ কুণ্ডু সাধারণ সম্পাদক।

শনিবার (১৪ মে) মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।  

এর আগে, আ ফ ম ফাত্তাহ্ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডু সাধারণ সম্পাদক ছিলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে সম্মেলনে প্রথর্ম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।  

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভিন জামান কল্পনা, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুণ্ডু।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।