ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মজুদদারদের রাজনৈতিক পরিচয় জনগণ জানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, মে ১৪, ২০২২
মজুদদারদের রাজনৈতিক পরিচয় জনগণ জানে

খুলনা: ভোজ্যতেল মজুদকারীদের রাজনৈতিক পরিচয় জনগণের জানতে বাকি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, দেশে তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সীমাহীন বৃদ্ধি পেয়েছে।

সারা দেশে মজুতদারদের আড়তে হানা দেওয়ার পরে লাখ লাখ লিটার তেল জব্দ করা হচ্ছে।  

এই সব মজুতদার সিন্ডিকেটের সদস্যরা কারা, কী তাদের রাজনৈতিক পরিচয়, তা জনগণের জানতে ও বুঝতে বাকি নেই বলে মন্তব্য করেন সেলিমা রহমান।

দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মে) বিকেলে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।