ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

তালতলীর কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, জুন ১, ২০২২
তালতলীর কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান আর নেই নূর মোহাম্মদ

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বুধবার (১ জুন) দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।  

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানা জটিল রোগে ভুগছিলেন নূর মোহাম্মদ। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বিকেলে মরহুমের জানাজা শেষে হেলেঞ্চাবাড়িয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। নূর মোহাম্মদ মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।  

তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবিউল কবির জোম্মাদ্দার ও তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।