ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে যুবদলের সাবেক বিভাগীয় সহ-সভাপতি মাসুদ গ্রেফতার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, জুন ২, ২০২২
ময়মনসিংহে যুবদলের সাবেক বিভাগীয় সহ-সভাপতি মাসুদ গ্রেফতার  

ময়মনসিংহ: ময়মনসিংহে যুবদলের সাবেক বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।  

তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নাসিরাবাদ কলেজছাত্র সংসদের সাবেক ভিপি।

 

বুধবার (১ জুন) রাত ১১টায় নগরীর নওমহল এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পরে পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলায় বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৩টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।