ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার আহ্বান এলডিপির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, জুন ১২, ২০২২
খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার আহ্বান এলডিপির ফাইল ছবি।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে ব্লক ধরা পড়েছে। তার চিকিৎসা চলছে।

আরও উন্নত চিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে যেতে দেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

রোববার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানান।

এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যিনি নিজে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যার স্বামী একজন সাবেক রাষ্ট্রপতি; সর্বোপরি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। খালেদা জিয়া বহু বছর ধরে নানা রোগে আক্রান্ত। তার উন্নত চিকিৎসা বহুদিন ধরে জরুরী। কিন্তু সরকার তাতে সায় দিচ্ছে না। এতে করে তার কোনো সমস্যা হলে সারা জীবন আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার বর্তমান মন্ত্রিসভা দায়ী থাকবেন। দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমা করবে না।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জুন ১২, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।