ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ মহিলা আ.লীগের সভাপতি স্বপ্না, সম্পাদক হেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, জুন ১২, ২০২২
সিরাজগঞ্জ মহিলা আ.লীগের সভাপতি স্বপ্না, সম্পাদক হেনা সেলিনা বেগম স্বপ্না (সভাপতি) ও হাসনা হেনা (সাধারণ সম্পাদক)

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না এবং সাধারণ সম্পাদক পদে
পুনর্নির্বাচিত হয়েছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা।

রোববার (১২ জুন) বিকেলে জেলা শহরের শহীদ এম মনসুর আলী অডিটারিয়ামে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

এর আগে দুপুরে সম্মলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুকিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাফিয়া খাতুন।  

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেদ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।  

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিরিন রুখসানা, জান্নত আরা তালুকদার হেনরী, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সমাদ তালুকদার, অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না এমপি ও প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপিসহ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।