ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের মিছিল পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের মিছিল পণ্ড

ঝালকাঠি: নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ  মিছিল বের হয়। সে মিছিল পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের কামারপট্টি  সড়ক থেকে ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে।

এ সময় পুলিশের সঙ্গে যুবদল নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশি বাঁধার মুখে শ্লোগান দেয় যুবদল নেতা-কর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুবদল নেতা রুবেল ফকির, শাহিন খান, সাদ্দাম হোসেন, খান সোহাগ।

সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধানের হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।