ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির ধারাবাহিক সমাবেশ শুরু আজ 

মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
বিএনপির ধারাবাহিক সমাবেশ শুরু আজ 

ঢাকা: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে আটটি জোনে বিভক্ত করে ১৬টি স্থানে রোববার (১১সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ধারাবাহিক সমাবেশ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, বিদ্যুতের লোড শেডিং ও পুলিশের গুলিতে দলীয় কর্মী নিহতের প্রতিবাদে এসব সমাবেশের আয়োজন করা হবে।

 

শনিবার (১০ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণের আয়োজনে সমাবেশের মাধ্যমে এসব ধারাবাহিক সমাবেশ শুরু হচ্ছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে সমাবেশ শুরু হবে। শনিবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

সুত্র জানায়, ১১সেপ্টেম্বর মহানগর উত্তরের উত্তরা পূর্ব জোনের সমাবেশেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন। সমাবেশটি উত্তরা হাউস বিল্ডিং সংলগ্ন উত্তরা কলেজের সামনে আউয়াল সড়কে হবে।  এরপর উত্তরা পশ্চিম জোনের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পল্লবী জোনের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাড্ডা জোনে স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মিরপুর জোনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মোহাম্মদপুর জোনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গুলশান জোনে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও তেজগাঁও জোনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর উত্তরা পূর্ব জোনের সমাবেশের পর ১৩ সেপ্টেম্বর সমাবেশ হবে উত্তরা পশ্চিম জোনে। একদিন পর ১৫ সেপ্টেম্বর পল্লবী জোনে, ১৭ সেপ্টেম্বর বাড্ডা জোনে, ১৯ সেপ্টেম্বর মিরপুর জোনে, ২১ সেপ্টেম্বর মোহাম্মদপুর ও ২৩ সেপ্টেম্বর তেজগাঁও জোনের সমাবেশ হবে। জোন ভিত্তিক এসব সমাবেশের স্থান একদিন আগে জানানো হবে।  

এদিকে দক্ষিণ বিএনপির কর্মসূচি ১২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় মহানগর দক্ষিণের শাহবাগ জোনের সমাবেশ হবে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় দক্ষিণের বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক), অথবা ধোলাইখাল লিংক রোডে সমাবেশ হবে। ১৮ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৩টায় জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার পাশে অথবা আদদ্বীন হাসপাতালের পাশে অথবা পোস্তগোলা স্মশানঘাটের সামনে জোন-০৮ শ্যামপুর, কদমতলীর সমাবেশ হবে। ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় বাসাবো বালুর মাঠ (কদমতলা খেলার মাঠ) জোন-২ খিলগাঁও, সবুজবাগ, মুগদার সমাবেশ হবে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ও বায়তুন নুর মাদ্রাসা সংলগ্ন সড়ক অথবা সারুলিয়া গরুর হাট সংলগ্ন মাঠ অথবা সারুলিয়া ওয়াসা রোড সংলগ্ন খালি জায়গায় অথবা কোনাপাড়া ধার্মিক পাড়া সংলগ্ন খালি জায়গায় যাত্রাবাড়ী, ডেমরার সমাবেশ হবে।  

২৪ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় নিউ পল্টন ইরানী মাঠ অথবা ইসলামবাগ ঈদগাহ মাঠ অথবা ২৪ নম্বর ওয়ার্ড ক্রীড়া ভবন সংলগ্ন অথবা কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠ, ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠ

এ বিষয়ে জানতে চাইলে মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বাংলানিউজকে বলেন, আজ শনিবার প্রথম জনসভা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। আগামী ১২ সেপ্টেম্বর শাহবাগ জোনের দ্বিতীয় জনসভা জাতীয় প্রেসক্লাবের সামনে হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে স্থান পরিবর্তন করতে বলা হয়েছে। রোববার নতুন স্থান ঠিক করে জানাতে পারবো।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, বিদ্যুতের লোড শেডিং ও পুলিশের গুলিতে দলীয় কর্মী নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আটটি করে ১৬টি সমাবেশের আয়োজন করবে। আশা করি সমাবেশে বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ অংশ নেবেন এসব কর্মসূচিতে।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এমএইচ/এসআইএস
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।