ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, সেপ্টেম্বর ১২, ২০২২
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর

ঢাকা: গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। জাহাঙ্গীর আলম দলের কুলা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

আগামী ১২ অক্টোবর এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মারুফ  হাসান কাজলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনিও বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসেবে কুলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, গাইবান্ধা-৫ আসনে বিকল্পধারার প্রার্থী গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এবং যশোর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মো. মারুফ  হাসান কাজল গত রোববার দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।