ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হতে যাচ্ছেন বকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
নওগাঁয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হতে যাচ্ছেন বকু

নওগাঁ: আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নওগাঁয় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
 
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।

এই সময়ের মধ্যে চেয়ারম্যান পদে একজন, সাধান সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

রুহুল আমিন পলাশ বলেন, জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন ছিল আজ। এই সময়ে চেয়ারম্যান পদে শুধু একজনের মনোনয়ন পত্র জমা পড়েছে। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু। ফলে মনোনয়নপত্র ঠিক ঠাক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন তিনি।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে ১১টি ওয়ার্ডে ১১ জনের বিপরীতে ৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য হিসেবে ৪টি ওয়ার্ডের ৪টি পদের বিপরীতে ১৬ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে সাধারন সদস্য পদে মাত্র একজন করেই মনোনয়নপত্র দাখিল করেছে।
 
তিনি আরও বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই, ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১৭ অক্টোবর ১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রে মধ্যে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
 
জানা যায়, এই নির্বাচনে মোট ১ হাজার ৩৫৭ জন নির্বাচক মণ্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচক মণ্ডলীরা হলেন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য এবং সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।