ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি এ দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
বিএনপি এ দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়

লালমনিরহাট: বিএনপি এ দেশের গণতন্ত্রকে নস্যাত করতে চায় বলে মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জনগণ এ সরকারের বোঝা নয়। জনগণ জেগেছে।

তারা আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায়।

জনগণ না কি বাংলাদেশ সরকারে বোঝা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।  

শনিবার (৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আদিতমারী সরকারি জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম মানিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহ সভাপতি সিরাজুল হক, রংপুর মহানগর আওয়ামী লীগের সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।