ঢাকা: একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মাসুম আজিজ ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের ধ্রুবতারা। অভিনয়ে মাসুম আজিজ ছিলেন অতুলনীয়। চার শতাধিক নাটক ও চলচ্চিত্রে তাঁর নিপুণ অভিনয় দর্শকদের হৃদয়ে দারুণভাবে দোলা দিয়েছে। মাসুম আজিজের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়। মাসুম আজিজের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন এক অকৃত্রিম অভিভাবক হারালো।
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এছাড়াও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।
অভিনেতা মাসুম আজিজ সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এমজেএফ