ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড় দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে: ড. কামাল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
বড় দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে: ড. কামাল কথা বলছেন ড. কামাল হোসেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমাদের দেশের রাজনীতির মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। এখানে বড় দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে।

জনগণের  অধিকার রক্ষায় তারা কোনো ভূমিকা রাখছে না।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদ ভবনের ১৩১ নম্বর গ্যালারিতে ‘আমরা, বাংলাদেশের জনগণ’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল হোসেন এ মন্তব্য করেন।
 
বাংলাদেশের সংবিধান দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এ আলোচনা সভার আয়োজন করে।  

ড. কামাল হোসেন আরো বলেন,দলের কাছে মানুষ এখন খুবই অসহায়। দলের ওপর মানুষ অতিরিক্ত নির্ভরশীল হওয়ার ফলে স্বাধীন মতামত দেওয়া থেকে দূরে সরে গেছে। মানুষ জনগণকে নিয়ে ভাবে না দল নিয়ে ভাবে।

সংবিধান জনগণকে রক্ষা কতে হবে মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, মানুষের অধিকার, গণতন্ত্র রক্ষা করার জন্য সচেতন নাগরিক হলো সবচেয়ে বড় শক্তি। এর চেয়ে আর কোনো বড় শক্তি নেই। প্রত্যেকে নিজ নিজ এলাকায় সংবিধানের পক্ষে শক্তি ধারণ করতে হবে। তবেই সংবিধান টিকে থাকবে। সংবিধান সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়নি। সংবিধান যাতে কেউ লঙ্ঘন না করতে পারে এ ব্যাপারে দেশের জনগণকে সচেতন থাকতে হবে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আনু মুহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক নাসিম আখতার হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।