ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাসুল (সা.) এর সীরাতের অনুসরণের মাধ্যমেই সংকট নিরসন সম্ভব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
রাসুল (সা.) এর সীরাতের অনুসরণের মাধ্যমেই সংকট নিরসন সম্ভব

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ এখন চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। জাতীয় সম্পদের অপরিকল্পিত অপব্যবহারের মাধ্যমে চরম বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের শিল্প-কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে।

যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সমস্যাকে কেন্দ্র করে দিনদিন দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাধ্যমে দেশ অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে। নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তরা জীবনধারণে হিমশিম খাচ্ছেন। আমরা বিশ্বাস করি সুন্নাহকে উপেক্ষা করে মানব রচিত বুর্জোয়া নীতি-আদর্শের মাধ্যমে রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কারণেই দেশের সর্বস্তরের নাগরিকদের এসব সমস্যা পোহাতে হচ্ছে। সুন্নাহর আলোকে জাতীয় সম্পদের অপব্যবহার রোধের মাধ্যমে এসব জাতীয় সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

শুক্রবার ( ৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাতীয় সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সহকারি মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

সীরাতের ওপর ধারাবাহিক আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জামিয়া রাহমানিয়া আজিজীয়ার প্রধান ফকিহ মুফতী হিফজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রশিদ আহমাদ, অধ্যাপক ড. হুসাইনুল বান্না, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ গোলাম মাওলা, কবি লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, লেখক ও গবেষক মাওলানা যাইনুল আবেদীন, মাসিক মদীনার সম্পাদক আহমাদ বদরুদ্দীন খান, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতী শামসুদ্দোহা আশরাফী।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।