ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গোয়ালন্দে নতুন দুইশ’ বিদ্যুৎ সংযোগ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
গোয়ালন্দে নতুন দুইশ’ বিদ্যুৎ সংযোগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়ার দুইশ’ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে নতুনপাড়া মাঠে সুইচ অন করে এ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।



নতুনপাড়া মাঠে আয়োজিত বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রাজবাড়ী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির অঞ্চল পরিচালক মো. মতিয়ার রহমান, আরিফা বেগম,  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, আতর আলী সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।