ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ছয় দফা দাবি আদায়ে ফুলবাড়িতে অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১
ছয় দফা দাবি আদায়ে ফুলবাড়িতে অবরোধ

দিনাজপুর: ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুরের ফুলবাড়ির ৪টি স্থানে, রেলপথ ও বড়পুকুরিয়া কয়লা খনি এলাকাসহ আশপাশের এলাকা অবরোধ করে রেখেছে কয়েক হাজার জনগণ।

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে  সোমবার সকাল ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয় জনগণ। দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে।

এদিকে সকাল থেকেই ফুলবাড়ির ঢাকা মোড়, রেলস্টেশন, নীমতলা মোড় ও রেলগেটে হাজার হাজার নারী-পুরুষ জড় হতে থাকে।

অবরোধ কর্মসূচি সফল করতে কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন জায়গা থেকে আসা জনগণ মহাসড়কের ওপর এসে অবস্থান নিয়েছে। দিনাজপুর ঢাকা মহাসড়কসহ ফুলবাড়ির সঙ্গে সমস্ত রুটে যানচলাচল বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।