ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গাজীপুরে পল্লী বিদ্যুতের অগ্রাধিকার সেবা কার্ডের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
গাজীপুরে পল্লী বিদ্যুতের অগ্রাধিকার সেবা কার্ডের উদ্বোধন

গাজীপুর: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অগ্রাধিকার সেবা কার্ডের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল।  

এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাত আলী, শাহিনা আক্তার শম্পা, মনোয়ারা বেগম প্রমুখ।  

অনুষ্ঠানে ১৫ জন বীর মুক্তিযোদ্ধা, পাঁচজন রেমিটেন্স যোদ্ধা, একজন প্রতিবন্ধী ও একজন সিনিয়র সিটিজেনসহ ২২ জন গ্রাহককে পল্লী বিদ্যুৎ অগ্রাধিকার সেবা কার্ড দেওয়া হয়।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জাকির হাসান, আরইবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলতাফ হোসেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সুজন শাহ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) জাহিদুল ইসলাম, এজিএম (এইচআর) জহিরুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।