ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মার্চে উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
মার্চে উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট রামপাল পাওয়ার প্লান্ট

বাগেরহাট: খুব শিগগিরই রামপাল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ উৎপাদানে যাবে। আমরা আশা করছি, আগামী বছরের মার্চ মাসেই এটি সম্ভব হবে।

 

শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরের দিকে প্লান্টটির কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।

এদিন সকালে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছান বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। সরেজমিনে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন কাজ পরিদর্শন করেন তিনি।  

এ সময় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমেদ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, সদস্য মো. মাহবুবুর রহমান, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রকল্প মূল্যায়ন সভায় অংশ নেন সচিব মো. হাবিবুর রহমান।


এছাড়া বিকেলে বিআইএফপিসিএলের পক্ষ থেকে স্থানীয় শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। প্লান্ট চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।

মূল্যায়ন সভা শেষে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও রামপাল পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ থেমে থাকেনি। দু’দেশের বন্ধুত্বের নিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে রামপাল পাওয়ার প্লান্টের সার্বিক কার্যক্রম এগিয়ে চলছে।  

তিনি বলেন, আশা করি খুব শিগগিরই এ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি অঞ্চলে শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।