ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পঞ্চগড়ে জ্বালানি তেলে কারচুপি, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
পঞ্চগড়ে জ্বালানি তেলে কারচুপি, জরিমানা

পঞ্চগড়: জ্বালানি তেলে (অকটেন) কারচুপি করায় জান্নাত নামে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।  

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানের সময় ওই এলাকায় জান্নাত ফিলিং স্টেশনে জ্বালানি তেল অকটেনের ওজন মাপতে গেলে কারচুপির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাকোয়া বাজারে একটি মালিয়া ফার্মেসিকে দুই হাজার টাকা ও দুই ভাই চাল ঘরকে তিন হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।