ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ময়মনসিংহে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ-সংস্কার-সম্প্রসারণ ১০২ কোটিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
ময়মনসিংহে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ-সংস্কার-সম্প্রসারণ ১০২ কোটিতে

ঢাকা: ময়মনসিংহ অঞ্চলের বিতরণ লাইন উন্নয়নে ১০২ কোটি ৬১ লাখ টাকায় ১২টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের কাজ পেলো আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

 

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান। তিনি জানান,
আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটিতে ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ২টি, বিদ্যুৎ বিভাগের ১টি এবং সেতু বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। এতে মোট খরচ হবে দুই হাজার ৫৪৯ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা।  

অতিরিক্ত সচিব জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, ময়মনসিংহ জোন’ প্রকল্পের প্যাকেজ নং জিডি-১ লট-৫ এর আওতায় নির্মাণ কাজ আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড, বাংলাদেশের কাছ থেকে ১০২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৩৫৯ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।  

তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলের বিতরণ লাইন উন্নয়নের অংশ হিসেবে সেখানে ৭টি নতুন তিন হাজার ৩১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, তিনটি উপকেন্দ্র সংস্কার ও দুটি উপকেন্দ্র ৩৩ কেভিতে সম্প্রসারণের প্রস্তাব নিয়ে এসেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এছাড়া বৈঠকে সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের লক্ষ্যে সার্ভিস প্রভাইডার হিসেবে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিসিসিসি) বাংলাদেশি মুদ্রায় ৬৫ শতাংশ অর্থাৎ ৬৫৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৪০৮ টাকা এবং বৈদেশিক মুদ্রায় ৩৫ শতাংশ অর্থাৎ ইউএস ডলার ৩ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৯৪০ (সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৩২৬ কোটি ৮৩ লক্ষ ৯১ হাজার ৭৫৮ টাকা) পরিশোধের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
জিসিজি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।