ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালির ভিচেন্সায় বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
ইতালির ভিচেন্সায় বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী 

ইতালি: ইতালির ভিচেন্সা শহরে ঈদুল আজহা পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করেছেন বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটি।  

রোববার (১৪ জুলাই) প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ ঈদ পুনর্মিলনী ও গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়।

 

ভিচেন্সার একটি খোলা মাঠে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনীতে কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশি ব্যবসায়ীসহ প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এসময় ভিচেন্সা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।  

এসময় সবার সঙ্গে সবাইকে সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক  জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক, আপ্যায়ন সম্পাদক মো. মোবারক হোসেন, সহসভাপতি সেলিম হুসাইন, সহসভাপতি মইনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহপ্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, রাজিব চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক মামুন, কার্যকরী পরিষদ সদস্য রকুন মুহাম্মেদ, মো. মুরাদ, মামুন খান, মতি, বশির, সফিকুর রাহমান, বিজয় বেপারী, উপদেষ্টা খান মাহমুদ, মজিবর রহমান চৌধুরী, ময়না মিয়া, জামাল উদ্দিন ও গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।  

এ পুনর্মিলনীতে ভিচেন্সা কমুনের বসবাসকারী বাংলাদেশি পরিবারসহ আলতে, আরজিনিয়ান, মালো, থিয়েনে, ইয়জলো ভিচেন্তিনসহ আশেপাশে সব কমুনের ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।