ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

তফসিলের আগে প্রবাসী ভোটার নিবন্ধন শেষ করার দাবি ফ্রান্স এনসিপির

মুমিন আনসারি, ফ্রান্স করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, আগস্ট ১৯, ২০২৫
তফসিলের আগে প্রবাসী ভোটার নিবন্ধন শেষ করার দাবি ফ্রান্স এনসিপির

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের ফ্রান্স শাখা।

রোববার (১৭ আগস্ট) প্যারিসের অভিজাত এক হোটেলের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান ফ্রান্স শাখার নেতারা।

প্রবাসীদের ভোটাধিকার ও পোস্টাল ব্যালটের গোপনীয়তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন ও একই সংগঠনের ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতি পাঠ করেন তারিক আদনান মুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাত্র ২১ দিনে ১.৫ কোটি প্রবাসীদের নিবন্ধনের আওতায় নিয়ে আসতে চায় ইলেকশন কমিশন। অথচ এখনো নিবন্ধনের জন্য অনলাইন প্ল্যাটফর্মটা বাজেট অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে। এ ছাড়া নিবন্ধন করতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কোন দেশে কবে শুরু ও কবে শেষ হবে, এসবের কিছুই ঘোষণা দেওয়া হয়নি।  

নিবন্ধনজনিত জটিলতার কারণ দেখিয়ে প্রবাসীদের ভোট বাতিলের ষড়যন্ত্র করা হলে ‘রেমিট্যান্স শাটডাউন’-এর মতো আন্দোলনের হুমকিও দেন এনসিপির নেতারা। এনসিপি ফ্রান্স শাখা মনে করে স্বৈরাচার পতনে যেভাবে ‘রেমিট্যান্স শাটডাউন আন্দোলন’ ভূমিকা রেখেছে, প্রবাসী ভোটাধিকার আদায়ের ক্ষেত্রেও তা একই ভূমিকা পালন করবে।

এ ছাড়াও, বক্তারা পোস্টাল ব্যালট বাতিল রোধে ভোটানুষ্ঠানের ৪০ দিন আগে অনলাইনে প্রতীক ও প্রার্থী তালিকা প্রকাশের দাবি জানান

এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির ইউরোপ প্রতিনিধি ওমর ঢালি ও এনসিপি জার্মানির আহ্বায়ক শাখাওয়াত হোসাইন তুরাগ, যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ, সদস্য সচিব শাহ পরান শাকিল, মুখ্য সংগঠক মাশরুক উদ্দিন, মিডিয়া ও প্রচার সমন্বয়কারী রাব্বি রাজ, আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব প্রমুখ।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ এর সর্বশেষ