ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ফিনল্যান্ডে বাংলাদেশিদের ফুটবল আসর ‘ফিন-বাংলা ফুটবল টুর্নামেন্ট’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
ফিনল্যান্ডে বাংলাদেশিদের ফুটবল আসর ‘ফিন-বাংলা ফুটবল টুর্নামেন্ট’ ...

ফিনল্যান্ডের কেরাভা শহরে উসিমা স্পোর্টিং দলের আয়োজনে ফিনল্যান্ড হতে প্রকাশিত সংবাদ ২১ ডট কম এর সহযোগী প্রতিষ্ঠান ফিন-বাংলা বায়োটেক লিমিটেড, পাম ও বাংলা বাজারের পৃষ্ঠপোষকতায় রোববার (১৮ আগস্ট) বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের ফুটবল আসর ‘ফিন-বাংলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪’।  

টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় ডোমাস তাম্পেরে দলকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ বাংলা দল।

ফাইনাল খেলায় নির্ধারিত সময় গোলশুন্যভাবে শেষ হয়। তারপর অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে ব্যর্থ হয়। খেলার নিয়ম অনুযায়ী ট্রাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়।  

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ফিনিশ সংসদের সদস্য এমিলি পেলতোনেন। এসময় উপস্থিত ছিলেন কেরাভা শহরের চেয়ারম্যান আন্নে কারিয়ালাইনেন। ফিন-বাংলা বায়টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল জার্নালিস্ট নেটওয়ার্ক অব ইউরোপের (আইজেএনই) সভাপতি ভূইয়াঁ এন জামান, ভান্তা শহরের কাউন্সিলর ফয়সাল আব্দি এবং কেরাভা শহরের কাউন্সিলর শামসুল আলম, দেশি বাজারের সত্ত্বাধিকারী নুরুল আলম।  

আয়োজক কমিটির পক্ষে মাসুদুল হক পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এবারের আয়োজনে ফিনল্যান্ডের প্রায় সব বড় শহর থেকে ১৬টি দল অংশ নেয়। ফিন-বাংলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কেরাভা শহর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। খেলার পাশাপাশি মুখরোচক বাংলাদেশি খাবারের পসরা নিয়ে বসেন প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।