ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সৌদি-বাংলা ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, মে ১৩, ২০২৫
সৌদি-বাংলা ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজী সালাউদ্দিন ভূঁইয়াকে সদস্য সচিব করে সৌদি-বাংলা ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সৌদি আরবের জেদ্দায় রামাদা হোটেলে সৌদি প্রবাসী বিনিয়োগকারীদের মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী আব্দুল মান্নানের সভাপতিত্বে আমিনুল ইসলাম, শেখ মোস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ইনভেস্টরদের মতামতের ভিত্তিতে প্রথমে ১৯ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরে সমন্বয়কদের মতামতের ভিত্তিতে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও হাজী সালাউদ্দিন ভূঁইয়াকে সদস্য সচিব এবং সফিউল আলম মনিরকে সদস্য করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় ইনভেস্টরদের মধ্যে বক্তব্য রাখেন, কবির আহমেদ, এ. কে, আজাদ, ফরহাদ, মাসুদ রানা, আব্দুল্লাহ মহসিন, ইসতিয়াক আহমেদ দুলাল, হোসেন আহমেদ, স্বপন, ইন্জিনিয়ার নুরুল আমিন, ডাক্তার এনাম, ফরিদ, জহিরুল ইসলাম, হাসান মুরাদ, সামসুল আলম ও সফরুদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রবাসী সাংবাদিক, ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ রিয়াদ, দাম্মাম, তাবুক, আছির, জিজান, আবহা, আল হাচা, মক্কা, মদিনা, তায়েফ ও জেদ্দার বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সৌদি প্রবাসী বিনিয়োগকারীদের একত্রিত করে দেশে এবং বিদেশে বিনিয়োগ, বিভিন্ন ব্যবসায় একে অপরকে সহযোগিতা এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান তৈরি করে বাংলাদেশিদের সৌদি আরবে কাজের সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সৌদি-বাংলা ইনভেস্টরস অ্যাসোসিয়েশন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।