জার্মানিতে বাংলাদেশের ষড়ঋতুর বৈচিত্র্য ও অবদানকে উপজীব্য করে ‘কালার অব সিক্স সিজন’ শিরোনামে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুলাই জার্মানির রাজধানী বার্লিনের মিটেতে হাউজ ডেয়ার ইউগেন্ডে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুবন্দনা ও গীতিনাট্যসহ নৃত্যের নানা শাখার পেখম মেলে ধরেন নৃত্যশিল্পী ও ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী অদিতি গুপ্ত ও তার মেয়ে পুতুল। ষড়ঋতুর বন্দনামুখর সন্ধ্যায় ভরত, মণিপুরী ও শাস্ত্রীয় নৃত্যে আমন্ত্রিত দর্শকদের মুগ্ধ করেন তিনি। অনুষ্ঠান শেষে অদিতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত সবার কাছে।
এমজেএফ